৫ নং বিনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেন- হুমায়ন কবির বাদশা।
দিনাজপুর জেলা প্রতিনিধি মোছাঃ চামেলী খাতুনঃ
গত ২৮ নভেন্বর দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার স্বতন্ত্র প্রার্থী মোঃ হুমায়ন কবির বাদশা আনারস মার্কা প্রতিক নিয়ে ৭৪১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ঘোড়া মার্কা প্রতিক নিয়ে ৫৫৯৫ ভোট পেয়েছেন। নব নির্বাচিত চেয়ারম্যান এই প্রথম বারের মত মোঃ হুমায়ন কবির বাদশা আনারস মার্কা প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
তাহার বিজয়ীতে শুধু ইউনিয়ন বাসিই নয় গোটা উপজেলা বাসী খুশি।
তিনি অসহায় গরিব দুঃখিদের সব সময় পাশে আছেন থাকবেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে তিনি স্হানীয় সাংবাদিকদের জানান।
তিনি একজন বিশিষ্ট সমাজ সেবক এবং গরিব দুঃখি মেহনতি মানুষের বন্ধু।