চেয়ারম্যান প্রত্যাশী বাসুদেব ১২ নং ইউপি জনাব মো: মনির উদ্দীন ভূইয়া।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
আধুনিক ব্রাহ্মণবাড়িয়া রুপকার বীর মুক্তি যুদ্ধা জনাব র, আ, ম উবাইদুল মোকতাদি চৌধুরী এমপি মহদোয় আস্হাভাজন জনাব প্রক্তন চোয়ারম্যান বীর মুক্তি যুদ্ধা।
জনাব ইসাক ভূঁইয়া কন্ঠি পুএ ছাএনেতা ব্রাহ্মণবাড়িয়া বাসুদেব ইউপি আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পরপর দুই বারের নিবাচিত সদস্য পরিচলনা কমিটির বাসুদেব বহু মূখী উচ্চ বিদা্যালয়, সদর,ব্রাহ্মণবাড়িয়া আসন্ন নির্বাচনে বাসুদেব ১২ নং ইউপি চেয়ারম্যান প্রত্যশী জনাব মোঃ মনির উদ্দীন ভূঁইয়া সুশিক্ষিত ও সুনাগরিক জনসেবা আগ্রদূত দেশ ও মানুষের সেবা মহৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচনে আলোচিত ও জনপ্রিয় মানবসেবায় স্বপ্ন দ্রষ্টাও সৎ নিভীক ,অন্যায়ের বিরুদ্ধে আপসহীন বলিষ্ঠ কন্ঠস্বর,গরীব -দুঃখী অসহায় ও মেহনতী মানুষের পরম বন্ধু বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ মনির উদ্দীন ভূঁইয়া চেয়ারম্যান নির্বাচিত হলে উন্নয়ন লক্ষে জনকল্যাণে নিজেকে শতভাগ নিয়োজিত রাখবেন।
ইউপি উন্নয়ন ও আধুনিকতার উপর গুরুত্ব দিয়ে কাজ করবেন তিনি জনগণের শাসক নয় সেবক হতে চান মানুষ মানুষের জন্য মানুষের সেবাই নিজেকে নিয়োজিত রাখতে চান জয় তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু।