চা দোকানে ইয়াবাসহ ধরা খেল মাদক কারবারি।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়া থেকে ইয়াবাসহ এক মাদক আটক করেছে কোষ্টগার্ড।
আটককৃত মো: রুবেল (৩১) হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডে চরকৈলাশ গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ওচখালী বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, হাতিয়া কোষ্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার ওচখালী বাজারের একটি চা দোকানে অভিযান চালায়। এসময় ইয়বা বিক্রি জন্য ওই চায়ের দোকানে অবস্থান করছিল ইয়াবা কারবারি রু্বেল। পরে তার দেহ তল্লাশী করে ৩৪৩ পিস ইয়বা জব্দ করে কোস্টগার্ড।
হাতিয়া কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে.খন্দকার শাফকাত হোসেন জানান,বিকালে আটককৃত মাদক কারবারিকে ইয়বাসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া কোষ্টগার্ড বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় আসামিকে মঙ্গলবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।