রূপগঞ্জে মটর সাইকেল দূর্ঘটনায় আহত ২, নিহত ১।
খোরশেদ আলম রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্ৰামে মটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১ ও দুই জন
আহতের খবর পাওয়া গেছে।
নিহত মোঃ সিয়াম (১৭) রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকার মৃত আব্দস সালেম মিয়ার ছেলে।
আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যেক্ষ দোষীরা জনান- ৭ আগষ্ট শনিবার দুপুরে নিহত সিয়াম তার ভাগিনা কে নিয়ে ঘুরতে বাহির হয়। পরক্ষনে দুপুর একটার দিকে নাওড়া নৌকাঘাট এলাকায় যাওয়ার সময় অটোরিকশার সাথে মটর সাইকেলের সংঘর্ষ হয়। দূর্ঘটনায় মটর সাইকেল সহ নিহত সিয়াম পানিতে পরে যায়।
পরে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা পর খোঁজা খুঁজি করে সিয়াম কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।