পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্ত।
জাকির সিকদার, প্রতিনিধি ঝালকাঠিঃ
রাজাপুর কাঠালিয়া উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিয়ম করেনঃসদস্য,এাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ কমিটি বাংলাদেশ আওয়মীলীগ,সাবেক ভিপি,ও সাবেক সদস্য,বাংলাদেশ ছাএলীগ ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্ত। ঝালকাঠী -২ আসনের সংসদ সদস্য ও ১৪ দলের মুখপাত্র জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের আস্থাভাজন রাজাপুর উপজেলার ৪ নং গালুয়া ইউনিয়নের কৃতি সন্তান তরুন প্রজন্মের আইকন ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্ত । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আযহা মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার শিক্ষা দেয়। কোরবানির মূল শিক্ষা ব্যক্তিজীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে কাজ করতে সবার প্রতি আহবান জানান তিনি। করোনা ভাইরাসের ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারির এ সংকটকালে বছর ঘুরে আবারও আমাদের মধ্যে ফিরে এলো শান্তি সাম্য ও সম্প্রীতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল- আযহা। বিশ্বব্যাপী অদৃশ্য এ ভাইরাসের থাবায় মানবজাতি আজ বিপর্যস্ত, গভীর সংকটে নিপতিত। তাই ঈদুল আজহার এবারকার আয়োজনে আমাদের করোনা মহামারিজনিত সংকট বিবেচনায় রেখে ঈদের আনন্দ-উৎসবে শামিল হতে হবে। আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ-উল- আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংগ্রাম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। আমাদের মনে রাখতে হবে, জীবনের জন্যই আনন্দ। উৎসব জীবনেরই অনুষঙ্গ। একমাত্র আমাদের সচেতনতা ও স্বাস্থ্য বিধি প্রতিপালনের মাধ্যমেই আমরা করোনাকে নিয়ন্ত্রিত ও পরাজিত করতে পারি। এই ঈদে আমরা সবাই মহান আল্লাহপাকের কাছে প্রার্থনা করবো- দূর হোক করোনার থাবা, চলুক মানবজাতির জয়রথ। সবার সম্মিলিত আত্মত্যাগ ও সংগ্রাম প্রদর্শনের বিনিময়ে আগামীদিনে আমাদের মধ্যে ফিরে আসুক ঈদ আনন্দের পূর্ণতা। পরিশেষে আমি সবার সুস্থতা কামনা করছি। রাজাপুর ও কাঠালিয়া উপজেলাবাসীকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।