আইয়ুব ভুইয়া, রাঙ্গামাটি থেকেঃ বাংলাদেশ জাতীয় দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল (১লা সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কাঠালতলীস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
জেলা জাসাসের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, প্রধান অতিথি-হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সহ-সভাপতি কবির, কেন্দ্রীয় জেসাসের যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম চট্টগ্রাম মহানগর জাসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিফন সহ জেলা বিএনপি সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই সময় বক্তারা বলেন আজ দেশের জনগণ শান্তিতে নেই বর্তমান সরকার গুম হত্যা সহ বিভিন্ন রকম নিপীড়ন বাড়িয়ে চলছে এখন সময়ের দাবী আমাদের একতাবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
এএসবিডি/আরএইচএস