রাজাপুরে গৃহবধুকে যৌন নিপীড়নের অভিযোগ।
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে এক গৃহবধুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে ভূক্তভোগী নারী বাদী হয়ে অভিযুক্তদের আসামি করে মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলো উপজেলার লেবুবুনিয়া এলাকার মো. আনোয়ার আকনের ছেলে মো. রাহাত আকন (২০), অজ্ঞাত এলাকার অজ্ঞাতর ছেলে মো. রাকিব (২২)।
মামলা সুত্রে জানাগেছে, রাহাত আকন ও ভূক্তভোগী নারীর শ্বশুর বাড়ি একই এলাকায় হওয়ায় তাদের মধ্যে পরিচয় ছিল। ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাহাত, রাকিবসহ অজ্ঞাতরা ভূক্তভোগীর শ্বশুর বাড়িতে যায় এবং রাহাত গৃহবধুকে ডাক দেয়। রাহাত পূর্ব পরিচিত হওয়ায় গৃহবধু দরজা খুলে বাহিরে বের হলে অভিযুক্তরা তার সাথে কথা বলার জন্য পাশেই একটি স্কুলের মধ্যে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত রাকিব তার স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং অন্যরা পাহাড়ায় ছিল। এ সময় গৃহবধু ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।