সুবর্ণচরে পলাতক আসামি ইয়াবাসহ আটক।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচরে ৩ মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে ৩২ পিস ইয়াবাসহ আটক করেছে চরজব্বার থানা পুলিশ।
আটককৃত মো.হাসান (৪১) উপজেলার চরজব্বার ইউনিয়নের উত্তর চর বাগ্যা গ্রামের মৃত ছায়েদুল হকের ছেলে।
রোববার (১৮ জুলাই) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর চর বাগ্যা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। এছাড়াও চুরি,ডাকাতি, মাদক মামলাসহ ৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক তারিক খন্দকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।