আমতলী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকার সময় বরগুনা জেলার আমতলী থানার আমড়া গাসিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৮ এর একটি বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান, হোটেলের ভিতরে অপরিস্কার থাকার কারণে এবং ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ১। হোটেল মালিক মোঃ আব্বাস কাজী (৪০), পিতা-মৃত-মজিগ কাজী, সাং-আমড়া গাসিয়া বাজার, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ৬,০০০/- টাকা, ২। জামান হোটেলের মালিক মোঃ জামাল মৃধা (৩৫), পিতা-মোঃ আঃ লতিফ হোসেন মৃধা, সাং- সাহেব বাড়ী বাস ষ্টান্ড, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ১,০০০/- টাকা এবং ৩। সাফল্য মেডিক্যাল হল এর মালিক সুবাস রানা (৩৫), পিতা-মৃত-সুরেন রানা, সাং- আমড়া গাসিয়া বাজার, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ১৫,০০০/- টাকা সহ সর্বমোট ২২,০০০/- টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২/৩৭/৪৩ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।
এএসবিডি/আরএইচএস