স্বামী জেলে, করোনার উপসর্গে গৃহবধূর মৃত্যু।
গিয়াস উদ্দিন রনি,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগে করোনার উপসর্গে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত ইয়াছমিন আক্তার (৩৩) উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের ভাট বাড়ির জাফর মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিল। তার স্বামী একটি মামলায় বর্তমানে জেলে রয়েছে।
রোববার (১১ জুলাই) সকাল ১১টার দিকে নোয়াখালী কোভিড হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, ইয়াছমিনের নমুনা সংগ্রহ করা হয়নি।
স্থানীয় ইউপি সদস্য মো.হানিফ জানান, গত কয়েক দিন ধরে ইয়াছমিন জ্বর-কাশি, পেট ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছেন। শনিবার সকালের দিকে তার অবস্থার অবনতি হলে তাকে বাড়ি থেকে নোয়াখালী কোভিড হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।