খুলনা ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন এর নব্য কমিটি গঠন।
সভাপতি জিএম সবুজ (পবিপ্রবি), সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ (গবি)।
মোঃইমরান হোসেন,পবিপ্রবি প্রতিনিধি খুলনাঃ
ঐতিহ্যবাহী খুলনা জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সাবজেক্ট পড়ুয়া কৃতিসন্তানদের নিয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমদোন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. অরুন কান্তি মন্ডল উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ফুলতলা
বিশেষ অতিথি হিসেবে ডা. মাসুম বিল্লাহ ( ভেটেরিনারি সার্জন গৌরনদী, বরিশাল), ডাঃ আল এমরান খান, ডাঃ এহসানুল কবীর, ডাঃ দেবব্রত কুমার স্বর, ডাঃ সৌরভ মল্লিক, ডাঃ সুজন সিংহ, ডাঃ সুজন কান্তি, ডাঃ মোঃ আছাবুর রহমান, ডাঃ মিঠুন, ডাঃ স্বতসিদ্ধ রায় কপিল, ডাঃ মৌমিতা সহ খুলনার অন্যান্য সিনিয়র ভেট গ্রাজুয়েটরা।
ডাঃ আল এমরান খান, ডাঃ এহসানুল কবীর, ডাঃ আছাবুর রহমান সহ অন্যান্যদের ঐকান্তিক প্রচেষ্টায় সকল ভেদাভেদকে উর্ধ্বে রেখে কমিটির অনুমদোন দেয়া হয়।
কমিটি গঠনের উদ্দেশ্য হচ্ছে নিজেদের মধ্যে সম্প্রীতি স্থাপন, ক্যাম্পেইন, অসচ্চল স্টুডেন্টদের পাশে দাঁড়ানো সহ ভেট রিলেটেড সার্বিক কার্যক্রম। অনলাইনে বক্তারা সংযুক্ত হয়ে বলেন আমরা সকল প্রকার দলাদলি, গ্রুপিং এর বাইরে থেকে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো, একটি প্রাইভেট ইউনিভার্সিটি সহ দেশের স্বনামধন্য ৮ টি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই কমিটিতে পদ পেয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি মূল্যবান বক্তব্য প্রদান করে সব সময় সকল প্রয়োজনীয় কাজে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।