সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :

আক্রান্ত সাড়ে ১৮ কোটির বেশি, মৃত্যু ছাড়ালো ৪০ লাখ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন ৪০ লাখের বেশি মানুষ। একইসঙ্গে সারাবিশ্বে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা সাড়ে ১৮ কোটি ছাড়িয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ১৮ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৯৩৬ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪০ লাখ ৬৪১ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৩৭ লাখ ৭০ হাজার ৩১২ জন এবং মারা গেছেন ছয় লাখ ছয় হাজার ২১৬ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৬৬ লাখ তিন হাজার ৬৬৫ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ চার হাজার ২১১ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন এক কোটি ৮৯ লাখ নয় হাজার ৩৭ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ২৮ হাজার ৫৪০ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া দেওয়া হয়েছে ৩৩২ কোটি ২২ লাখ ২৯ হাজার ৩২৩ ডোজ।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102