মো:রুবেল
বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মাঝি হতে চান দুঃসময়ের আওয়ামীলীগ নেতা পরিতোষ চন্দ্র গাইন ( তৌহিদুল ইসলাম পরী)।
জানাগেছে,পরিতোষ চন্দ্র গাইন ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি দিয়ে হাতে খড়ি দিয়েছেন। ১৯৮৪ সালে তিনি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের শাখা কমিটির ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন। ১৯৮৬ সালে বানারীপাড়া কলেজ কমিটির সাধারন সম্পাদক ছিলেন। ২০০৪ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখার সদস্য ছিলেন। ২০১০ সাল থেকে বানারীপাড়া পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিন কন্যা সন্তানের জনক আওয়ামীলীগের এ নেতা বর্তমানে মাছরং গ্রামে পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন এবং ওই ইউনিয়নের ৪ নংওয়ার্ড আওয়ামীলীগের ১ নং সদস্য হিসেবে নেতাকর্মীদের পাশে থেকে দায়িত্ব পালন করছেন। । তার স্ত্রী বিশিস্ট সমাজসেবী মনিরা আক্তার ময়না ১৪ ফেব্রুয়ারী বানারীপাড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী আসনে (৪,৫ ও৬) নং ওয়ার্ড থেকে অটোরিকশা মার্কায় বিপুল ভোটে বিজয়ী হয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছেন।
পরিতোষ গাইন জানান, তিনি আওয়ামী পরিবারের সন্তান এবং মুক্তিযুদ্ধের সপক্ষে তার অবস্থান। বিএনপি ও শ্বৈরাচার বিরোধী আন্দোলনে তার জোড়ালো অবস্থান ছিলো বানারীপাড়া – স্বরুপকাঠী ও উজিরপুর উপজেলায়। তিনি অগনতি তৃণমুলের নেতা কর্মীদের সাহায্য সহযোগিতা করেছেন। কোভিড-১৯ মহামারী দূর্যোগেও নেতা কর্মীদের পাশে থেকে তাদের আর্থিক সাহায্য করেছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ উন্নয়নশীল দেশ গঠনে সদর ইউনিয়নে নৌকার মাঝি হয়ে বিশেষ ভুমিকা রাখতে চান বলে জানান।
তিনি ইতোমধ্যে ইউনিয়নের সব ওয়ার্ডে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ তাদের সুখ দুখ ভাগাভাগি করে নিচ্ছেন।
এ ইউনিয়নে এবারও আওয়ামীলীগের প্রার্থী হতে চান বর্তমান চেয়ারম্যান আঃ জলিল ঘরামী,সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা মু,মুনতাকিম লস্কর কায়েস ও ইউপি সদস্য মামুন মল্লিক।