পুনম শাহরীয়ার ঋতু,নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খারাজোরা নামক এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মহাসড়ক পারাপারের সময় এদুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি কালিয়াকৈর উপজেলার বড়কাঞ্চনপুর পাথালিয়া চালা গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে শিপলু মিয়া(৩৪)। নিহত শিপন মিয়া চন্দ্রা নুরুল ফ্যাসান নামক পোশাক তৈরি কারখানার শ্রমিক।
সূত্র জানায় ,প্রতিদিনের ন্যায় শিপলু তার কর্মস্থলে যাচ্ছিল বাইসাইকেল যোগে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এলাকায় পৌঁছালে মহাসড়ক পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত নামা মাইক্রোবাসের ধাক্কায় মারাত্মক ভাবে আহত হলে।পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তবে ঘাতক মাইক্রোবাস টিকে আটক করা সম্ভব হয়নি। সেখানে শারীরিক অবস্থা গুরুতর খারাপ হলে ঢাকা সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন ।সেখানেও অবস্থা শোচনীয় হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হলে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিপলুকে মৃত ঘোষণা করেন।কোনাবাড়ী সালনা হাইওয়ে থানার ওসি গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।