পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর বাঁশতলী এলাকায় শুক্রবার দুপুরে মোটরসাইকেল অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্য কালিয়াকৈর উপজেলার সিনাবহ খন্দকারপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩০)।
পরিবার ও এলাকাবাসী জানায়, ওই পুলিশ সদস্য শুক্রবার (২২শে ফেব্রুয়ারী) দুপুরে সিনাবহ নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নীজ কর্মস্থল ঢাকার উদ্দেশে রওনা দূিলে উপজেলার বাঁশতলী এলাকায় পৌছালে কালিয়াকৈর থেকে আসা অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পুলিশ সদস্য সড়কের পাশে ছিটকে পড়ে যায়। এতে করে গুরুতর আহত হলে, স্থানীয়রা পুলিশ সদস্যকে উদ্ধার করে ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত পুলিশ সদস্য কে মৃত ঘোষণা করেন।