বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

স্বপ্ন তরুণ বন্ধু জোটের “পাটগ্রামে এই প্রথমবার ব্যতিক্রমী উদ্যোগ “” পাটগ্রামে প্রথম অসহায় বঞ্চিত শিশুদের মাঝে “পিঠা উৎসব”

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক:

 

সাম্প্রতিক সময়ে পাটগ্রামের আলোড়িত স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন তরুণ বন্ধু জোট” এবার পাটগ্রামের অসহায় বঞ্চিত শিশুদের মাঝে পিঠা উৎসবের আয়োজন করেছে। উপজেলার অসহায় হতদরিদ্র কিংবা ইয়াতিম শিশুদের যাদের হয়নি কখনো নবান্ন পায়নি কখনো শীতের পিঠার স্বাদ এসব বঞ্চিত শিশুদের মাঝে নবান্নের আনন্দ ফিরিয়ে আনতে এবং শীতের পিঠার স্বাদ ছড়িয়ে দিতে স্বপ্ন তরুণ বন্ধু জোট এবার আয়োজন করেছে- “মমতার স্বাদ ক্যাম্পেইন- ২০২১”।

পাটগ্রাম উপজেলার রেলওয়ে স্টেশনের পিছনে, প্রফেসর ইফতেখার আহমেদ এর পোড়াবাড়িতে উদ্বোধন হয় এই ক্যাম্পেইনের।

এই ক্যাম্পেইনের আওতায় উপজেলার দুই শতাধিক অসহায় শিশুরা পায় নবান্নের আনন্দ-শীতের পিঠার স্বাদ।

স্বপ্ন তরুণ বন্ধু জোটের স্বেচ্ছাসেবীরা তাদের ব্যক্তিগত ভাবে পিঠা তৈরীর জন্য দ্রব্যাদি দেয় এবং ফান্ড সংগ্রহ করে পুলি পিঠা, তেল পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা সহ চার ধরনের পিঠা সম্বলিত প্যাকেট তৈরি করে এসব অসহায় পথ শিশুদের হাতে তুলে দেয়। পিঠা বিতরণকালে হাতীবান্ধা মহিলা কলেজের সহকারী অধ্যাপক, ইফতেখার আহমেদ স‍্যার স্বপ্ন তরুণ বন্ধু জোটের সদস্যদের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তাদের এবং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে মানবতাবাদি এসব কার্যক্রম কে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রাণিত করেন। ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন, পাটগ্রাম পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল ভাই।তিনি জানান তাঁর জীবদ্দশায় এই ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ তিনি এই প্রথমবার পরিলক্ষিত করছেন। তিনি স্বপ্ন তরুণ বন্ধু জোটের এসব মানবতাবাদি কার্যক্রমের জন্য স্বপ্ন তরুণ বন্ধু জোটের সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং এই ধরনের কার্যক্রম কে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রাণিত করেন।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিরা ছাড়াও পাটগ্রামের গণ্যমান্য বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102