ময়মনসিংহের নান্দাইলে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে নিহতের আরও পাঁচ স্বজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অটোচালক আবুল কালাম (৩৫) ওই গ্রামের মৃত আরজ আলীর ছেলে। আহতরা হলেন অটোচালক কালামের ভাই ফারুক, তাহের, ভাতিজা সুমন ও রুনা। ঘটনাস্থল থেকে তাদের কিশোরগঞ্জ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতের স্বজনরা এ হত্যার ঘটনায় নিহতের স্বজনরা প্রতিবেশী আল-আমীন ও ওই বাড়ির লোকজনকে দায়ী করেছেন।
নিহত আবুল কালামের ভাতিজি শিমু আক্তার অভিযোগ করেন, তার চাচা অটোরিকশাটি প্রতিবেশী হাবিবুর রহমানের বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখে দুপুরের খাবার খেতে নিজ বাড়িতে আসেন। ওই সময় হাবিবের ছেলে আল-আমীন ক্ষিপ্ত হয়ে আবুল কালামের কাছে গিয়ে প্রতিদিন তাদের বাড়ির সামনে রাখার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে আল-আমীন নিজের বসতঘর থেকে ধারালো অস্ত্র এনে তার চাচা কালামকে কোপাতে থাকে। অন্যরা বাধা দিতে এগিয়ে এলে তাদেরও কোপাতে শুরু করে।
নান্দাইল মডেল থানার ওসি মো. আল আমীন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে প্রতিবেশীর বাড়ির সামনে অটোরিকশাটি রাখার ঘটনা নিয়ে তর্কের এক পর্যায়ে এই ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।