মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ-৩ আসনে ‘মাথাল’ প্রতীক প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাস তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি তার ‘মাথাল’ প্রতীকের ১২ দফা নির্বাচনি ইশতেহার পাঠ করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইশতেহার পাঠকালে অঞ্জন দাস বলেন, ‘এলাকায় একদিকে লুটপাট, দখলবাজি ও ক্ষমতার অপব্যবহার চলছে, অন্যদিকে সাধারণ মানুষের জীবনে রয়েছে অনিশ্চয়তা ও বঞ্চনা। এই বৈষম্যমূলক বন্দোবস্ত ভেঙে আমরা একটি মানবিক ও ন্যায়ের জনপদ গড়ে তুলতে চাই। আমাদের ইশতেহার কোনো সস্তা প্রতিশ্রুতি নয়, এটি শোষিত মানুষের বাঁচার দাবি।’

ইশতেহারে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের প্রতিটি ওয়ার্ডে মানসম্মত সরকারি প্রাথমিক বিদ্যালয় নিশ্চিত করা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বাড়িয়ে ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এ ছাড়া মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে কিশোর গ্যাং প্রতিরোধে কেবল পুলিশি ব্যবস্থার ওপর নির্ভর না করে কাউন্সেলিং, খেলাধুলা ও সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির পরিকল্পনার কথা বলা হয়েছে।

ব্রহ্মপুত্র, মেঘনা, শীতলক্ষ্যা ও স্থানীয় খালগুলো দখল ও দূষণমুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্পবর্জ্য নিয়ন্ত্রণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন অঞ্জন দাস।

এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, কৃষিজমি দখল বন্ধ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় ও বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে এই ১২ দফা ইশতেহারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102