মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বিএনপি ছেড়ে জামায়াতে অর্ধশতাধিক নেতাকর্মী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক জামায়াতে যোগদান করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা শহরের টুপামারী ইউনিয়নের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় জামায়াতের আয়োজিত নির্বাচনি পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আলফারুক আব্দুল লতিফ।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন: টুপামারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাবেক সহসাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সভাপতি আউয়াল হোসেনসহ অর্ধশতাধিক সমর্থক।

জামায়াতে যোগদানকারী বিএনপির নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন। অথচ যাদের দ্বারা তারা নির্যাতিত হয়েছেন, বিএনপির নেতারা এখন তাদেরই দলে অন্তর্ভুক্ত করছেন। এতে তাদের ত্যাগ ও নির্যাতনের কোনো মূল্যায়ন হচ্ছে না। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপির দৃশ্যমান অবস্থান না থাকায় তারা হতাশ হয়েছেন। এসব কারণেই তারা ‘হ্যাঁ’ ভোট বাস্তবায়ন এবং ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে যোগ দিয়েছেন।

পথসভায় আলফারুক আব্দুল লতিফ বলেন, ‘একটি রাজনৈতিক দলের দুর্নীতি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে প্রায় ৫০ জন নেতাকর্মী বিএনপি ছেড়ে আজ জামায়াতে যুক্ত হয়েছেন। আমরা তাদের স্বাগত জানিয়েছি। জামায়াতের আদর্শ ও জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা—দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে আমাদের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102