বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ৯ মাসের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার পর গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) নামে এক গৃহবধূ। শুক্রবার তার ঝুলন্ত মরদেহ এবং ঘরের মেঝে থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার জানাজা শেষে রাত ১২টার দিকে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এই ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নারীর স্বামী জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের ৬ মাস পর তাকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
ছাত্রলীগ নেতা সাদ্দামের মামা হেমায়েত উদ্দিন জানান, জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হলে জেলা প্রশাসক এটি বাগেরহাট জেলা কারাগারের কর্তৃপক্ষের কাছে পাঠান।
সেখানে জানানো হয়, প্যারোলে মুক্তির কোনো এখতিয়ার তাদের নেই এবং আসামিকে যেই কারাগারে রাখা হয়েছে, সেখানেই আবেদন করতে হবে। পরে যশোর কারাগারে সাদ্দামের সঙ্গে দেখা করার সময় মাত্র তিন মিনিট সময় দেওয়া হয়।