পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ দিতে জামালপুরের সরিষাবাড়ীতে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়ার উদ্যোগে থানা প্রাঙ্গণে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। গত ৩ জানুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনালে সরিষাবাড়ী এমআরসি দলকে পরাজিত করে জামালপুর আলফা টু দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের আশরাফ উদ্দিন ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। তিনি বলেন, ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ এ আয়োজনকে আরও অর্থবহ করেছে। এতে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে এবং শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেউ পেশিশক্তি প্রদর্শন করতে পারবে না। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠানে আগত অতিথিরা পুলিশের এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও খেলাধুলাভিত্তিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। তারা টুর্নামেন্ট আয়োজনের জন্য ওসি বাচ্চু মিয়াকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: উপজেলা নির্বাহী অফিসার মো. তাসনিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, পল্লি উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন সরকারসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।