খুলনা আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া খুনের ঘটনায় সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেপ্তারের সময় র্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব সদস্যরা ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হন।
শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার আইচগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-৬।
অভিযানের সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আসামিরা কুড়াল ও চাপাতি নিয়ে হামলার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরে দুই আসামিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রেজাউল মুন্সী হৃদয় (ইমরান মুন্সীর ছেলে) ও মো. আলিফ হোসেন নয়ন (সাহাবুদ্দিন শেখের ছেলে)। তারা উভয়েই রূপসা থানার আইচগাতি এলাকার বাসিন্দা।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ৭৯টি ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল এবং একটি দেশীয় কুড়াল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর খুলনা আদালত চত্বরে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় এর আগে গত ১৭ ডিসেম্বর মামলার আরেক আসামি মো. ইজাজুল হোসেনকে গ্রেপ্তার করে র্যাব-৬ স্পেশাল কোম্পানি।