সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

জামায়াত আমির খুলনায় আসছেন মঙ্গলবার, ৪ জেলায় জনসভা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নির্বাচনি সফরে আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা সফরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ওই দিন যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে পৃথক ৪টি জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন তিনি। ১০ দলীয় নির্বাচনি ঐক্যের স্থানীয় নেতারা তার সঙ্গে থাকবেন।

দলের আমিরের খুলনা সফর সম্পর্কে জানাতে রোববার (২৫ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে মহানগর ও জেলা জামায়াত।

ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার সকালে বিমানে যশোর নামবেন জামায়াত আমির। সকাল সাড়ে ৮টায় যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, বেলা ১২টায় সাতক্ষীরার আমতলায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে, বেলা ২টায় খুলনার সার্কিট হাউজ মাঠে এবং বিকেল ৫টায় বাগেরহাটে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি।

জামায়াতের খুলনা মহানগর আমির মাহফুজুর রহমান জানান, ‘জনসভা সফল করতে ১৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সার্কিট হাউজ মাঠে ৪০ ফুট বাই ৩০ ফুট আকারের মঞ্চ নির্মাণ হচ্ছে। জনসভা উপলক্ষে ২৫ ও ২৬ জানুয়ারি মহানগরী ও জেলায় মাইকিং, মিছিল এবং ব্যাপক প্রচার-প্রচারনা চালানো হচ্ছে। ইতোমধ্যে প্রায় দেড় লক্ষাধিক লিফলেট বিতরণ করা হয়েছে। জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে বলে দাবি তার।’

তিনি জানান, ‘জনসভায় বিশেষ অতিথি থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার এবং ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আসনগুলোর ১০ দলীয় নির্বাচনের ঐক্যের প্রার্থীরা জনসভায় বক্তব্য রাখবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুলনা-৩ আসনে প্রার্থী মাহফুজুর রহমান বলেন, ‘প্রতিপক্ষের পক্ষ থেকে কালো টাকা ছড়ানো, ভোট কেনার চেষ্টা, সরকারি লোগো ব্যবহার করে কার্ড বিতরণ, হুমকি-থামকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। জামায়াতের নারী কর্মীদের নির্বাচনি কাজে বাধা এবং ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।’বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পুরো বিষয়টি ভুয়া। এর একটি প্রমাণও কেউ দেখাতে পারবে না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: জেলা আমির মাওলানা এমরান হুসাইন, খুলনা-২ আসনের প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, অ্যাডভোকেট শাহ আলম, শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, গাওসুল আযম হাদী, শহীদুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102