রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি মিরানুজ্জামান মিরন এর মরহুম পিতা নাজিম উদ্দিনের স্মরণে গঠিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে চুলকাটি প্রেসক্লাব হলরুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মিরানুজ্জামান মিরন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির, বাগেরহাট জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুম ফকির, মৎস্যজীবী দলের সভাপতি জাবের হোসেন, যুবনেতা তুহিন আক্তার, সুমন শেখ, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী’সহ চুলকাটি প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ মিরানুজ্জামান মিরন বলেন, আমার মরহুম পিতা নাজিম উদ্দিন এর স্মরণে একটি ফাউন্ডেশন গঠন করেছি। আমি আমার পিতার নামে একটি হসপিটাল তৈরির কার্যক্রম শুরু করেছি। এ হসপিটালে সাধারণ মানুষ বিনামূল্যে সেবা পাবে। এখানে একটি অ্যাম্বুলেন্স থাকবে যাতে অসহায় মানুষেরা তেল খরচের বিনিময়ে রোগী নিয়ে বিভিন্ন হসপিটালে যেতে পারবে।

তিনি আরো বলেন, আমরা নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন স্থানে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সেবামূলক কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102