নারায়ণগঞ্জে অস্ত্র কেনা ও মজুদ নিয়ে আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে (৬০) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে র্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বজলুর রহমান ওরফে ডন বজলু সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া তিন সহযোগী হলেন—মৃত সাদেক আলীর ছেলে সাইদুল (৩৪), মৃত নূর উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৪৩) এবং নাজমুল হকের ছেলে ইউনুস বাঁধন (২০)। তারা সবাই সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার বাসিন্দা।
র্যাব-১১-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার বজলুর রহমান ওরফে ডন বজলু এলাকায় বিভিন্ন ঘটনায় আলোচিত ও সমালোচিত ব্যক্তি হিসেবে পরিচিত।
এর আগে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের ওপর হামলার অভিযোগ ওঠে বজলুর রহমানের বিরুদ্ধে। ওই ঘটনার পর সমালোচনার মুখে দল থেকে তাকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়।