শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সাতক্ষীরা-১ আসনে ধানের শীষ প্রার্থীর নির্বাচনি প্রচারণা শুরু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ধানের শীষ প্রতীকে প্রচারণার সূচনা করেন তিনি নিজ পারিবারিক কবরস্থান জিয়ারতের মধ্য দিয়ে।

এরপর কলারোয়ার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগে অংশ নেন হাবিবুল ইসলাম হাবিব। সকাল থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।

গণসংযোগকালে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘তালা ও কলারোয়া এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ওপর জোর দেব।’

তিনি আরও বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আমার অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও কৃষি খাতে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নে কাজ করব। তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়নে আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।’

হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘ধানের শীষ প্রতীক গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। জনগণের সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখব।’

প্রচারণাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102