ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোররাতে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। স্থানীয় সময় রাত ৩টা ১৩ মিনিটে যখন অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই এই কম্পন অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং স্থানীয় আবহাওয়া দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০-১৫ কিলোমিটার গভীরে।
জানা গেছে, ভূমিকম্পের তীব্রতা মাঝারি হলেও গভীর রাতে হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। চাংলাং এবং এর পার্শ্ববর্তী জেলাগুলোর বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন। অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
ইএমএসসির তথ্য অনুযায়ী, তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পাহাড়ি এলাকা হওয়ায় কিছু কাঁচা বাড়িতে ফাটল এবং ছোটখাটো ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
উত্তর-পূর্ব ভারত এবং অরুণাচল প্রদেশ উচ্চ ভূমিকম্পপ্রবণ অঞ্চলহিসেবে চিহ্নিত। এই অঞ্চলে টেকটোনিক প্লেটের নড়াচড়া বেশি হওয়ায় প্রায়ই ছোট ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়।