শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ইন্টার্ন চিকিৎসক নির্যাতন, তিন হামলাকারীর কারাদণ্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিনজনকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

সাজাপ্রাপ্তরা হলেন: মো. শাকিব হোসেন (২৪), মো. শাহরিয়া নাজিম রবিন (২১) এবং মো. ইমতিয়াজ আহাম্মেদ (২৫)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার (২১ জানুয়ারি) রাতে আশঙ্কাজনক অবস্থায় লাকি বেগম (৩৪) নামের এক নারীকে তার আত্মীয়স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালে রাত আনুমানিক ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু লাকি বেগমের ছেলে রাকিব দাবি করে, ভুল চিকিৎসার কারণে তার মায়ের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাকিবের বন্ধু গ্রেপ্তার শাকিব ফোন করে তার আরও কয়েকজন বন্ধুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলে।

বলার কিছুক্ষণ পরই শাকিবসহ অজ্ঞাত ২০-৩০ জন হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। একপর্যায়ে তারা সেখানে কর্তব্যরত তিনজন ইন্টার্ন চিকিৎসককে মারধর করে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে।

এ ছাড়া অজ্ঞাত বাকি হামলাকারীরা পালিয়ে যায়। আটক করা তিনজনকে পরে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হলে তাদের অপরাধ আমলে নিয়ে প্রত্যেককে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102