মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার পুনরায় সতর্ক করে বলেছেন, তেহরান যদি কখনো মার্কিন নেতাকে হত্যার চেষ্টা করতে সক্ষম হয়, তবে ইরানকে ‘এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে’। হুমকি-পাল্টা হুমকির এ পর্বে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই ঘোষণা দিয়েছে, দুই দেশের কোনো নেতাকে হত্যা করা হলে তা ব্যাপক পরিসরের যুদ্ধ ডেকে আনবে।
নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রাণনাশের হুমকি প্রসঙ্গে ৭৯ বছর বয়সী ট্রাম্প বলেন, ‘আমার খুবই দৃঢ় নির্দেশনা রয়েছে। কিছু ঘটলেই তারা ওদের এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলবে।’
এর আগে মঙ্গলবারই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ঘিরে যেকোনো হুমকির প্রতিক্রিয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে সবচেয়ে বড় সরকারবিরোধী কয়েকটি বিক্ষোভে ছড়িয়ে পড়া সহিংসতায় ইরান এখনো বিপর্যস্ত। মানবাধিকার সংগঠনগুলো বিক্ষোভে নিহতদের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে কাজ করছে।
মানবাধিকারকর্মীদের সংবাদ সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত চার হাজারের বেশি মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস এনজিও জানিয়েছে, যোগাযোগ নিষেধাজ্ঞার কারণে দমন-পীড়নে নিহতদের সংখ্যা যাচাই মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তবে সোমবার তারা উল্লেখ করেছে, বিদ্যমান তথ্য ‘ইঙ্গিত দেয় যে নিহত বিক্ষোভকারীর সংখ্যা গণমাধ্যমের সর্বোচ্চ অনুমান ২০ হাজারেরও বেশি হতে পারে’।
ডিসেম্বরে দেশটির মুদ্রা নতুন করে তলানিতে পৌঁছানোর পর অর্থনৈতিক সংকট থেকে মুক্তির দাবিতে ইরানজুড়ে গণবিক্ষোভ শুরু হয়। ইরানি নেতা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি দশকের পর দশক ধরে গণতান্ত্রিক সংস্কারের বিরোধিতা করে আসছেন।