নরসিংদীর রায়পুরা উপজেলায় কুপিয়ে হত্যা করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আহমেদুল হক অপুকে (৪৫)। তিনি উপজেলার মরজাল ইউনিয়নের বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি) গভীর রাতে মরজাল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরদিন সকালে স্থানীয়রা মরজালের একটি স মিল এলাকায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে রায়পুরা থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রায়পুরা থানার ওসি (অপারেশন) নাজমুল ইসলাম জানান, স মিল এলাকায় পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী আহমেদুল হক অপু, যিনি একাধিক মামলার আসামি ছিলেন।
পুলিশ জানায়, অপুর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে আত্মগোপনে ছিলেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।