ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দিন হাজারী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন। দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং মুশফিকুর রহমানকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করায় বিএনপি দলীয় নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে নাছির উদ্দিন হাজারী জানান, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ লালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক কেন্দ্রীয় নেতা। কসবা-আখাউড়া সংসদীয় আসনের সাধারণ মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে এবং এই আসনে দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী, প্রয়াত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক মুশফিকুর রহমানকে সমর্থন জানিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত বছরের ২৯ ডিসেম্বর কসবা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন নাছির উদ্দিন হাজারী। পরে ৪ জানুয়ারি যাচাই-বাছাইয়ের সময় মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত ভোটার তালিকায় স্বাক্ষর গরমিলের অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন।
১৭ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান। পরে ২০ জানুয়ারি দলের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে এবং বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানকে সমর্থন জানিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।