বগুড়া-নাটোর মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মিজানুর রহমান (২৫) মারা গেছেন। নন্দীগ্রাম পৌরসদরের কালিকাপুর এলাকায় সড়কে পড়ে থাকা লোহার নাট কুড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মিজানুর রহমান নন্দীগ্রাম ওমরপুর দক্ষিণপাড়ার কছের আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মিজানুর নিজের অটোভ্যান নিয়ে ওমরপুর বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
পথে কালিকাপুর রাস্তার মাথায় মহাসড়কের পাশে একটি লোহার নাট পড়ে থাকতে দেখে সেটি কুড়াতে তিনি অটোভ্যান থামিয়ে নিচে নামেন।
এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যুর খবর শুনেছি। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।