বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে সুলতানা বেগম (২৫) নামের এক গৃহবধূ গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কুসুম্বী সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ ওই গ্রামের বাকপ্রতিবন্ধী সোহেল হোসেনের স্ত্রী এবং দুই সন্তানের মা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুসুম্বী গ্রামের বাকপ্রতিবন্ধী সোহেল হোসেনের সঙ্গে তার ভাইদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

এর জের ধরে গত শুক্রবার রাতে গ্রামের কিছু মাতব্বর সালিশ বৈঠক করে। মৃত পরিবারের দাবি, সালিশ বৈঠকে সুলতানা বেগমকে লাঞ্চিত করা হয়।

এদিকে, সালিশ বৈঠকে লাঞ্চিত হওয়ার ঘটনায় অভিমান করে শনিবার বেলা দেড়টায় সুলতানা বেগম তার নিজ শয়নকক্ষে তালার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা অবস্থায় পাওয়া যায়।

পরে তার স্বামী ও প্রতিবেশিরা তাকে নামানোর চেষ্টা করলে দেখতে পান তিনি মারা গেছেন। বিকেলে থানায় খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত নারীর ওয়ারিশরা মামলা করেননি, তাই সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102