রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিঁধেল চুরির একটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাজস্থলী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- শুভ পাল (২১) ও বিকাশ নাথ (৩৪)।
শনিবার (১৭ জানুয়ারি) রাজস্থলী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। এদিন রাজস্থলী থানাধীন ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মহব্বতপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজস্থলী থানার ওসি খালেদ হোসেন জানান, ২০২৪ সালে বাদী জিসান বড়ুয়ার বাড়িতে সংঘটিত সিঁধেল চুরির ঘটনায় রাজস্থলী থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলার সূত্র ধরে রাজস্থলী থানার মামলা নং–১/১৭, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় আসামিদ্বয়কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শুভ পাল রাজস্থলী থানাধীন মহব্বতপাড়া এলাকার অনুপ পালের ছেলে এবং বিকাশ নাথ একই এলাকার শুধাংশু নাথের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণ ও নগদ অর্থ চুরির ঘটনায় মামলার ১ নম্বর আসামি শুভ পাল বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
এ বিষয়ে ওসি খালেদ হোসেন আরও বলেন, চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
পুলিশের নিয়মিত অভিযানে চুরির মামলার আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।