বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে আকাশে লাল-সবুজের অনন্য প্রদর্শনী—স্কাইডাইভিংয়ে একসঙ্গে সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। এই কীর্তির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে দেশের সক্ষমতা ও সাহসিকতার পরিচয় তুলে ধরা হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরকে (আইএসপিআর) এ রেকর্ডের স্বীকৃতি নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় আয়োজিত একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানে একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উড়িয়ে এই বিশ্বরেকর্ড স্থাপন করা হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে পরিচালিত এই অভিযানে আকাশে ভেসে ওঠে লাল-সবুজের ৫৪টি পতাকা—যা দেশের ৫৪তম বিজয় দিবসের প্রতীকী উদযাপন হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। অভিযানে অংশ নেন আশিক চৌধুরী (বিডা)-সহ অভিজ্ঞ প্যারাট্রুপাররা।

পুরো আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)।

“Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)” ক্যাটাগরিতে এই কৃতিত্ব অর্জন করে টিম বাংলাদেশ, যার মাধ্যমে দেশটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি লাভ করে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের বিজয় দিবসকে আন্তর্জাতিক পরিসরে স্মরণীয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার শক্তিশালী বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

এই অর্জন শুধু একটি বিশ্বরেকর্ড নয়; এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আকাশে লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও সাহসিকতার প্রেরণা জোগাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102