শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেন, ‘আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি উৎসাহী ছিলেন। আমার ওসমানের সঙ্গে পড়াশোনা করা অনেক মেধাবী ছাত্র বিদেশে পাড়ি জমিয়েছেন। কিন্তু আমি ওসমানকে দেশের জন্য রেখেছিলাম। ঘাতকরা শুধু ওসমানকে হত্যা করেনি, তারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত করেছে।’
সোমবার (১২ জানুয়ারি) রাতে নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘যারা ওসমান হাদিকে চায়নি, তারা দেশে মেধাবীরা রাজনীতি করুক তা চায় না। তারা চায় না দেশে বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা হোক।’
নলছিটির শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন: নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, শহীদ শরিফ ওসমান হাদির ভগ্নিপতি মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিফ হাসান প্রমুখ।