আমতলী(বরগুনা)প্রতিনিধিঃবরগুনার আমতলী উপজেলার দক্ষিন গাজীপুর গ্রাম থেকে রবিবার সকাল ৭ টায় ১৭০ পিস ইয়াবাসহ সুলতান আহমেদ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা বিভাগ। গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীকে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা বিভাগের এস আই মো. খন্দকার জাফর আহমেদ মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে আমতলী উপজেলার দক্ষিন গাজীপুর গ্রামের মো. সুলতান আহমেদ(৪০) এর বাড়ীতে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা সহ সুলতান আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক মো. ইসতিয়াক আহমেদ বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। আটককৃত আসামীকে রবিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোটে প্রেরন করা হয়েছে।