শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

আগামী সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’র এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব দাবি জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম।

বৈঠকে আসন্ন নির্বাচনসংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে একাধিক সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয় এবং কমিটির সক্ষমতা বাড়াতে কয়েকজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি পরিচালনা করেন কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম।

বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের নেতারা। তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের এখনো বিচার হয়নি। দেশে সন্ত্রাস দমনে দৃশ্যমান অগ্রগতি নেই; বরং একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। মাঠপর্যায়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য কোনো সাফল্যও দেখা যাচ্ছে না।

নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক কিছু ঘটনায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। তাদের মতে, প্রশাসন যদি কোনো বিশেষ পক্ষের দিকে ঝুঁকে পড়ে, তাহলে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন বড় বাধার মুখে পড়বে।

জামায়াতে ইসলামীর নেতারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর ও নিরপেক্ষ পদক্ষেপ নিতে হবে।

বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা এএফএম আবদুস সাত্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102