চ্যাটজিপিটির পরামর্শ মেনে ওষুধ খেয়ে মৃত্যু হলো ১৯ বছরের এক তরুণের। সম্প্রতি মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মৃতের নাম স্যাম নেলসন।
ডেইলি মেইল পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনার আগে বেশ কয়েক মাস ধরে ওই তরুণ চ্যাটজিপিটিকে বিভিন্ন অবৈধ ওষুধ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। স্বাভাবিকভাবেই চ্যাটজিপিটি তাকে সহায়তা করেনি। কিন্তু অভিযোগ, স্যাম কারসাজি করে চ্যাটজিপিটিকে অবৈধ ওষুধ খাওয়া নিয়ে প্রশ্ন করতেই থাকেন। চ্যাটজিপিটির সঙ্গে তার এ-সংক্রান্ত কথোপকথনের প্রমাণও মিলেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ১৮ মাস ধরে স্যাম চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন চালিয়েছিলেন। বিশেষ একটি ওষুধের প্রতি তিনি আসক্ত হয়ে পড়েছিলেন। চ্যাটজিপিটিকে করা একটি মেসেজে তিনি লেখেন, ‘আমি নিশ্চিত করতে চাই যাতে আমি অতিরিক্ত মাত্রায় এই ওষুধ না খাই। অনলাইনে এই ওষুধ সম্পর্কে খুব বেশি তথ্য নেই। আমি ভুলবশত খুব বেশি পরিমাণে এই ওষুধ খেতে চাই না।’
কিন্তু প্রাথমিকভাবে চ্যাটজিপিটি স্যামকে সাহায্য করতে চায়নি। সতর্ক করেছিল। পরিবর্তে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে বলেছিল। কিন্তু এই স্যাম থামেননি। এ-সংক্রান্ত কথোপকথন চালিয়ে গিয়েছিল।
দীর্ঘ ১৮ মাস এভাবে চলেছিল। মৃত্যুর কিছু দিন আগে স্যাম চ্যাটজিপিটিকে লেখেন, ‘আরও নেশাতুর হতে চাই।’ উত্তরে চ্যাটজিপিটি ওষুধের মাত্রা আরও বাড়ানোর পরামর্শ দেয়। সেই পরামর্শ মেনেই মর্মান্তিক পরিণতি হয় তরুণের।