মুহাম্মদ রায়হান উদ্দিন.স্টাফর রিপোর্টার:
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক’র উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে ৩য় তম শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান ২য় পর্বে উত্তর ফটিকছড়ি ২নং দাঁতমারা ইউনিয়নে নিচিন্তা গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় শীতবস্ত্র বিতরণী উপলক্ষে ২নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের হল রুমে সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক’র কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ ও মোস্তফা আমিনের যৌত সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহিন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ২নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জানে আলম, বিশেষ অতিথি ছিলেন ধর্মপুর পল্লী কল্যাণ সমিতির সভাপতি ব্যাংকার জনাব খোরশেদুল আলম সুমন, বিশেষ অতিথি প্রবাসী কমিউনিটি নেতা জনাব হাসান চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক’র উপদেষ্টা সৈয়দ নাজমুল হুদা ইয়াজ, উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নিচিন্তা শাখার সভাপতি জনাব জহিরুল ইসলাম, শীতবস্ত্র বিতরণ ইভেন্ট পরিচালনা করেন সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক-এর কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহাদাৎ হোসেন, মোহাম্মদ মনিরুল হক, মোহাম্মদ খোরশেদুল আলম, উপস্থিত ছিলেন আব্দুল্লা আল নোমান তালুকদার, মোহাম্মদ পারভেজ উদ্দীন, ইমামুল হক প্রমুখ।
২নং দাঁতমারা বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় ১০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।