জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি আসনে ছাড় দেওয়ার খবর ‘কাল্পনিক’। এটা সত্য নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি আসেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিক। প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে আগামী নির্বাচনও আলোচ্য বিষয় ছিল।
পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে উপস্থিত হন আলোচনায় অংশ নেওয়া জামায়াত নেতারা। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বৈঠকের খুঁটিনাটি তুলে ধরে বলেন, দেশে বিগত দিনে যত রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাবে। আগামীতে কোনো পাতানো নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে বলেও সতর্ক করেন তিনি।
জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা অভিযোগ করেন, সম্প্রতি সরকার এবং নির্বাচন কমিশনের একটি দলের প্রতি পক্ষপাতী আচরণ জনমনে শঙ্কা তৈরি করেছে। এই শঙ্কা দূর না হলে জনগণ ফুঁসে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও জানান, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার এবং রাজনৈতিক দলগুলোর করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।