‘প্রতিবন্ধী শব্দের কোনো অর্থ আমার কাছে নেই। সব মানুষকে আমি দেখি সম্ভাবনাময়, মেধাময়। প্রতিবন্ধী শব্দটা থেকে বের হতে হবে। বাংলাদেশের কোনো মানুষই অক্ষম নয়, আমি দেখি, প্রত্যেকেই সম্ভাবনাময় ও প্রতিভাবান’— মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, বিশ্বব্যাপী প্রতিবন্ধীদের জন্য যেমন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন রয়েছে, বাংলাদেশও সে পথেই এগিয়ে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনে দেশে একটি নতুন স্টেডিয়াম নির্মাণাধীন রয়েছে, যেখানে প্রতিবন্ধীদের জন্য বিশেষ খেলাধুলা, প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ হলো, সমাজের শিশু, নারী, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া, যেন তাদের বৈশিষ্ট্যে যে মেধা আছে সেটা বিকশিত করতে পারে।
শারমীন এস মুরশিদ বলেন, ‘প্রতিযোগিতা নয়, খেলাধুলার মাধ্যমে তোমরা নিজেদের প্রতিভা ও মেধাকে বিকশিত করতে এসেছ। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে শিশুদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম।’
তিনি বলেন, ‘প্রতিবন্ধী শব্দের অর্থ আমার কাছে নেই। সব মানুষকে আমি দেখি সম্ভাবনাময়, মেধাময়। প্রতিবন্ধী শব্দটা থেকে বের হতে হবে। বাংলাদেশের কোনো মানুষই অক্ষম নয়, আমি দেখি প্রত্যেকেই সম্ভাবনাময় ও প্রতিভাবান।’
উপদেষ্টা বলেন, ‘আমি প্রথম দিন থেকে বলে আসছি সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি যত্নশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে, সেবা দিয়ে, ধৈর্য, জ্ঞান, বিবেক, ভালোবাসা দিয়ে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হবে।’
তিনি বলেন, ‘আমরা চাই, দেশটা হোক সমাজের কল্যাণের। এই সমাজের কল্যাণে দেশের ভিতরে যে মর্মকথা সেটার উপমা হয়ে থাকবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।’
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) আয়েশা আক্তার সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস।