আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিজমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, বিকেল ৬টা ৫ মিনিটে সংঘটিত ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল ৩৪.৯১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭০.৮১০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
ভূমিকম্পের কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে জালালাবাদ শহরে, যা উৎপত্তিস্থল থেকে প্রায় ৬৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে অবস্থিত। শহরটিতে প্রায় দুই লাখ মানুষের বসবাস রয়েছে। এছাড়া উৎপত্তিস্থল থেকে প্রায় ৩১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আসাদাবাদ শহরেও কম্পন অনুভূত হয়েছে, যেখানে জনসংখ্যা প্রায় ৪৮ হাজার ৪০০।
এ পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিন্দু কুশ অঞ্চল ভূ-প্রাকৃতিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় ভবিষ্যতেও এ ধরনের কম্পনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই এ অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।