ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে দূষিত পানি পানের কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে আরও দুই শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও বিধায়ক কৈলাস বিজয়বর্গীয় এ খবর নিশ্চিত করেছেন।
ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানী বার্তাসংস্থা রয়টার্সকে জানান, শহরের ভাগীরথপুরা এলাকায় পানীয় পানির পাইপে ছিদ্রের কারণে ব্যাকটেরিয়া উপস্থিতি পাওয়া গেছে। মৃতদের পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই এলাকায় যে পানি আসে তা পান করেই মানুষজন অসুস্থ হয়েছে।
তবে চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ বলেন, ‘আমি মৃত্যুর সঠিক সংখ্যা বলতে পারছি না, তবে একই এলাকার ২০০-এর বেশি মানুষ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সংগ্রহ করা পানির নমুনার চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় আছি।’
জেলা প্রশাসনিক কর্মকর্তা শ্রবণ ভার্মা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকদের দল গঠন করে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তা ছাড়া, পানি বিশুদ্ধ করার জন্য বাসিন্দাদের মাঝে ক্লোরিন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমরা পাইপলাইনের একটি ছিদ্র শনাক্ত করেছি যেখান থেকে পানি দূষিত হতে পারত; সেটি মেরামত করা হয়েছে।’ এখন পর্যন্ত ৮,৫৭১ জনের স্বাস্থ্য পরীক্ষা করে ৩৩৮ জনের শরীরে মৃদু উপসর্গ শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।
পরিচ্ছন্নতার জাতীয় র্যাঙ্কিংয়ে গত আট বছর ধরে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোর। কিন্তু সেই শহরেই ডায়রিয়ার এই প্রাদুর্ভাব দেখিয়েছে যে, পরিচ্ছন্নতার সুনাম থাকার পরও নিরাপদ পানীয় পানি নিশ্চিতকরণে সতর্কতা বজায় রাখা প্রয়োজন।