ইউক্রেন শান্তি পরিকল্পনার যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে বলেও জানান তিনি।
রোববার (২৮ ডিসেম্বর) ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট।
বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার সাক্ষাৎ করবেন বলে জানান ট্রাম্প-জেলেনস্কি।
অন্যদিকে, স্থায়ী শান্তি অর্জনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ মাইলফলক বলে জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। এ সময় ২০ দফা শান্তি পরিকল্পনার ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রতিক্রিয়ায় ইউক্রেনের জন্য লোহার তৈরি নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।