ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আদর্শগত দিক থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে বিএনপি, এনসিপি, গণঅধিকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে।
তিনি বলেন, কারও সঙ্গে জোটে না গেলেও এবার স্বতন্ত্র নির্বাচন করব। রাজনীতিতে আমার পথচলা শুরু। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০/৪০ বছর রাজনীতি করতে চাই।তিনি বলেন, নির্বাচনের আগে দ্রুততম সিদ্ধান্তের মাধ্যমে স্বল্প সময়ে নানা ধরনের জোট গঠিত হয়ে থাকে। তবে আমি এমন দ্রুত সিদ্ধান্ত নিতে রাজি নই। প্রয়োজনে নির্বাচনের পর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারি।