জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে গুঞ্জন উঠেছে। তবে বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
রোববার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল শনিবার তাসনিম জারা নিজ ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে জানান, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি।
তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার। এর মধ্যেই তাসনিম জারাকে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।
সে লক্ষ্যে তাসনিম জারা এ আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন। রোববার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ব্যাপক সাড়াও পেয়েছেন তিনি।
খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সে হিসেবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য তাসনিম জারাকে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।