ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম রাজ্য আসামে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপিয়ান–মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৫।
আসামের পাশাপাশি প্রতিবেশী দেশ ভুটান এবং বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু সীমান্ত এলাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে।
ইএমএসসি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। আসামের ধেকিয়াজুলি শহর থেকে ১৬ কিলোমিটার দূরে এর উৎপত্তিস্থল চিহ্নিত করা হয়েছে।
গভীরতা কম হওয়ায় কম্পনটি বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ঘরবাড়ি ধ্বংস বা জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের সময় গুয়াহাটির বহুতল ভবনগুলো থেকে মানুষ দ্রুত নিচে নেমে আসে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে এবং কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে জরুরি দল মোতায়েন করা হয়েছে।
পাহাড়ি এই অঞ্চলে ভূমিকম্পের পর ভূমিধসের মতো কোনো ঘটনা ঘটেছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।