শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

কুমিল্লা-৩ আসনে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সমর্থকরা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে আসিফ মাহমুদের মনোনয়ন কেনার রেজিস্ট্রার বইয়ের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসিফ মাহমুদের কিছু সমর্থক তাকে না জানিয়ে এই মনোনয়ন নিয়েছেন বলে দাবি করা হয় আসিফ মাহমুদের পক্ষ থেকে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে একটি মনোনয়ন বিতরণ করা হয়েছে। যারা মনোনয়ন নিতে এসেছিলেন তাদের নাম-পরিচয় জানাননি। এ বিষয়ে জানতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার বাবা বিল্লাল হোসেন ভূঁইয়ার মোবাইলে বেশ কয়েকবার ফোন করেও সংযোগ পাওয়া যায়নি।

তবে আসিফ মাহমুদের ঘনিষ্ঠজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট উবাইদুল হক সিদ্দিকী বলেন, ফেসবুকে এমন একটি বিষয় আমিও দেখেছি। পরে আমি আসিফ মাহমুদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি জানিয়েছেন, মুরাদনগরে তার কিছু অনুসারী আছে যারা চান তিনি মুরাদনগর থেকে নির্বাচন করুন- তারা তাকে না জানিয়ে মনোনয়নটি নিয়েছেন। এরপর তারা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করে মুরাদনগর থেকে নির্বাচন করার অনুরোধ করেন। তিনি ঢাকা থেকেই নির্বাচন করবেন। মুরাদনগরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র প্রতিনিধি দায়িত্ব পান। আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এ এফ হাসান আরিফকে (প্রয়াত) সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত বছরের নভেম্বরে। চলতি বছরের ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম।

এর আগে, গত ৯ নভেম্বর বিকেলে ভোটার এলাকা মুরাদনগর থেকে ঢাকায় ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন আসিফ মাহমুদ। ২২ ডিসেম্বর ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন তিনি। আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর এলাকার বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102