ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার দুপুরের পর থেকে এ অবরোধ শুরু হয়। সন্ধ্যার পর থেকে জমায়েত বাড়তে শুরু করে। এদিকে, রাতে শাহবাগেই অবস্থান করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাত সাড়ে ১১টার পর সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান করে স্লোগান দিচ্ছেন। অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের আহ্বানে সন্ধ্যার পর শাহবাগে ছাত্র-জনতার উপস্থিতি আরও বাড়তে থাকে।
অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, খুনিদের গ্রেপ্তারের জন্য সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু সরকার সে সময়ের মধ্যে কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে এখন লাগাতার আন্দোলন চলবে।
তিনি বলেন, সরকার শহীদ ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি আরও বলেন, সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে জবাব না দেওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা।
আবদুল্লাহ আল জাবের জানান, রাতভর শাহবাগে অবস্থান করা হবে। খুনিদের গ্রেপ্তারই এই আন্দোলনের একমাত্র দাবি।